নতুন দিল্লি, ১২ নভেম্বর: শনিবার উত্তর ভারতের রাজ্যগুলিতে ফের মৃদু ভূকম্পন অনুভূত হল। দিল্লি ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় রাত ৮টা নাগাদ। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৪। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। এদিনের ভূমিকম্পের উৎসস্থল নেপালে ছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেখান থেকে উত্তরাখণ্ডের যোশিমঠের দূরত্ব প্রায় ২১২ কিলোমিটার। তিন দিন আগেই নেপালে ৬.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল। এই নিয়ে তিনবার ভূমিকম্প হল এক সপ্তাহে। পিথোরাগড়ের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক বি এস মহর। কম্পনের উৎসস্থল নেপালের সিলাঙ্গা শহরের তিন কিলোমিটার দূরে ছিল বলে তিনি জানিয়েছেন। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল। উত্তরাখণ্ডের পিথোরাগড়, মুন্সিয়ারি ও গাঙ্গোলিহাট সহ বিভিন্ন এলাকায় যার জেরে কম্পন অনুভূত হয়। এই কম্পন চীনের বেশ কিছু এলাকায় অনুভূত হয় বলে জানা গিয়েছে ।