উত্তরের গর্ব উত্তরবঙ্গের বইমেলার আজ শেষ দিন

    180
    0

    শিলিগুড়ি: চল্লিশ তম উত্তরবঙ্গ বইমেলার আজ শেষ রজনী। বইমেলা শুরু হয়েছিল ২ ডিসেম্বর থেকে। এবারে বইমেলায় প্রতিদিনই বইপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। মেলার মঞ্চে প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ বইমেলার শেষ দিনেও বইয়ের স্টলগুলিতে বইপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা।

    Previous articleতিনদিনের মেঘালয় সফরে পিসি ভাইপো
    Next articleময়নাগুড়ি বাবলা যোগা ট্রেনিং সেন্টারের পরিচালনায় যোগা প্রতিযোগিতা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here