উত্তরপ্রদেশে ভেঙে পড়ল গঙ্গার উপর নির্মীয়মাণ সেতু

    53
    0

    লখনউ: উত্তরপ্রদেশের আমরোহা জেলার গরাউলা গ্রামে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। শুক্রবার রাত ১১টা নাগাদ সেতুটির দু’টি স্তম্ভের উপর থাকা তিনটি স্ল্যাব ভেঙে পড়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। শাসকদল বিজেপিকে কটাক্ষ করেছে সমাজবাদী পার্টি। 

    জানা গিয়েছে, বুলন্দশহর ও আমরোহার মধ্যে সংযোগ স্থাপনের জন্য গঙ্গার উপর এই সেতুটি তৈরি করা হচ্ছে। তবে শুক্রবার কাজ শেষ করে শ্রমিকরা ফিরে যাওয়ার পরই রাতে তিনটি স্ল্যাব হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং জানিয়েছেন, ঘটনার তদন্তে মুখ্য উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানিয়েছেন, রাতে ঘটনাস্থলের আশেপাশে কেউ ছিলেন না বলে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে সেতুটির স্তম্ভগুলির কোনও ক্ষতি হয়নি। 

    Previous article“বসন্তোৎসব”
    Next articleকলেজ পড়ুয়াকে ৪৬ কোটির আয়কর নোটিস

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here