মথুরা, ৫ নভেম্বর: উত্তরপ্রদেশে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চার জন। গতকাল রাতে মথুরার সুরি থানা এলাকার যমুনা এক্সপ্রেসওয়ের ওপর এই সংঘর্ষ হয়। দুর্ঘটনায় জখমদের স্থানীয় মথুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।