Home Kolkata উত্তরপ্রদেশের ‘বাবা’-র বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের

উত্তরপ্রদেশের ‘বাবা’-র বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের

212
0

নিজস্ব সংবাদদাতা: নিমেষের মধ্যে যেকোনও রোগ সারিয়ে দিতে পারেন তিনি। নিজেকে সে ভগবানের অংশ মন করত। আসলে রোগ নিরাময়ের প্রতিশ্রুতি দিয়ে ভগবানের নাম করে টাকা নিত সে। অবশেষে উত্তরপ্রদেশের সেই বাবার বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। মাদক আইনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
স্বঘোষিত এই ধর্মগুরুর নাম মুকেশ নোনিয়া। জানা গিয়েছে, নিজেকে ভগবানের অংশ হিসেবে মনে করত এই ব্যক্তি। স্বয়ং মা কালী তার বেশেই ফিরে এসেছেন বলে দাবি করেন তিনি।ঐশ্বরিক ক্ষমতার জোরে কোনও রোগ সারিয়ে ফেলার ক্ষমতা জাহির করে সে। ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিও সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত মানুষকে। তাঁর বাড়ি বিহারে। বারাণসী থানার সাব ইমস্পেক্টর সুফিয়ান খানের নেতৃত্বে বিহারের সেই গ্রামে খোঁজ চালায় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একটি লুক আউট নোটিশও জারি করেছে পুলিশ। কিন্তু এখনও অধরা মুকেশ।

Previous articleইস্টি কুটুমের বাহার যৌবন এখন ফুটন্ত আগ্নেয়গিরি
Next articleবীরভূমে বাস অটোর সংঘর্ষে মৃত ৯, আহত বহু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here