উত্তরপ্রদেশের এক যুবককে ১৫ দিনে আটবার একটি সাপের আক্রমণ, মানুষের মনে আতঙ্ক

    218
    0

    আগ্রা, ২২ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা শুনলে আপনিও ভয় পেয়ে যাবেন। ১৫ দিন ধরে একটি সাপ এক যুবকের পিছনে পড়ে আছে। ঘটনাটি আগ্রার। জানা গিয়েছে, ২০ বছরের যুবক রজত চাহার। গত প্রায় ১৫ দিন ধরে তাঁর পিছনে পড়ে আছে একটি সাপ। ১৫ দিনে রজত বহুবার সাপটির কবলে পড়েছে। এই সাপটি গত 15 দিনে 8 বার রজতকে আক্রমণ করেছে। রজতকে কামড়ানোর সাথে সাথে এই সাপটি হঠাৎ করেই কোথাও উধাও হয়ে যায়। এমনকি এক রাতে রজত যখন ঘুমাচ্ছিল, তখন সাপটি তার পায়ে কামড় দেয়। সাপে কামড় দিতেই রজতের মনে হল যেন কারেন্ট। সে জোরে চিৎকার করতে লাগল। আওয়াজ শুনে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে দেখেন রজতের পা থেকে রক্ত ঝরছে।

    Previous article‘ভগবত গীতা কোনও ধর্মীয় গ্রন্থ নয়’, কর্ণাটকের শিক্ষা মন্ত্রীর মন্তব্যে টুইট সাংসদ মহুয়া মৈত্রের
    Next articleশিলিগুড়িতে দিন রাতের ফুটবল প্রতিযোগিতার আয়োজন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here