আগ্রা, ২২ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা শুনলে আপনিও ভয় পেয়ে যাবেন। ১৫ দিন ধরে একটি সাপ এক যুবকের পিছনে পড়ে আছে। ঘটনাটি আগ্রার। জানা গিয়েছে, ২০ বছরের যুবক রজত চাহার। গত প্রায় ১৫ দিন ধরে তাঁর পিছনে পড়ে আছে একটি সাপ। ১৫ দিনে রজত বহুবার সাপটির কবলে পড়েছে। এই সাপটি গত 15 দিনে 8 বার রজতকে আক্রমণ করেছে। রজতকে কামড়ানোর সাথে সাথে এই সাপটি হঠাৎ করেই কোথাও উধাও হয়ে যায়। এমনকি এক রাতে রজত যখন ঘুমাচ্ছিল, তখন সাপটি তার পায়ে কামড় দেয়। সাপে কামড় দিতেই রজতের মনে হল যেন কারেন্ট। সে জোরে চিৎকার করতে লাগল। আওয়াজ শুনে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে দেখেন রজতের পা থেকে রক্ত ঝরছে।