ইস্তানবুল: তুরস্কের রাজধানীতে বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিরিয়ার বাসিন্দা ওই মহিলা একটি কুর্দিশ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। পুলিস সূত্রে খবর, ধৃত ওই মহিলাই ইস্টিকলাল অ্যাভিনিউতে বোমাটি রেখেছিলেন। এই ঘটনায় আর কারা জড়িত, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।