কলকাতা: সুপার কাপের পরই চাকরি যাচ্ছে স্টিফেন কনস্টানটাইনের। একথা আগেই ঘোষণা করেছিল ইমামি ইস্ট বেঙ্গল। এবার দল গঠনের কথা মাথায় রেখে দ্রুত নয়া কোচ বেছে নিতে চাইছে ম্যানেজমেন্ট। নতুন মরশুমের রোড ম্যাপ ঠিক করতে শনিবার ক্লাব তাঁবুতে বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কর্তারা। প্রায় তিন ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে দু’পক্ষকেই বেশ খোশমেজাজে দেখা গেল। জানা গিয়েছে, আগামী ১৫-২০ দিনের মধ্যেই, অর্থাৎ নববর্ষের আগেই ঘোষণা করা হবে নতুন কোচের নাম। সূত্রের খবর, কোচের দৌড়ে মূলত লড়াইটা আন্তোনিও হাবাস ও সের্গিও লোবেরার মধ্যে। তবে জোসেফ গোমবাউয়ের কোনও সম্ভবনা নেই।