Home Health ইয়ারফোন লাগিয়ে গান শোনেন? জেনে নিন কী বিপদ অপেক্ষা করছে

ইয়ারফোন লাগিয়ে গান শোনেন? জেনে নিন কী বিপদ অপেক্ষা করছে

72
0

আপনি কি কানে ইয়ারফোন গুঁজে, গান শুনতে শুনতে ঘুমের কোলে ঢলে পড়েন? তাহলে এখনই সাবধান হোন। এই অভ্যাস থুড়ি বদ অভ্যাস কিন্তু আপনার জীবন সংশয়ের কারণ হতে পারে। যেমনটি ঘটল মালয়েশিয়ার এক কিশোরের সঙ্গে। অন্যদিনের মত সেদিনও কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল সে। সুরের মুর্ছনায় ঘুমিয়েও পড়েছিল বছর ১৬-র মহম্মদ আইদিল আজহার জাহরিন। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। তড়িদাহত হয়ে মৃত্যু হয় তার।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেসের রেমবাউ টাউনে। ঘুমের সময় জাহরিন কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। তবে এখানেই শেষ নয়। তার ফোনটি আবার বসানো ছিল চার্জে। এতেই ঘটে বিপত্তি। টানা চার্জ হতে হতে একটা সময় পর গরম হয়ে যায় ফোনটি। সেখান থেকেই বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে প্রাণ গেল জাহরিনের। জানা গিয়েছে, তার কান পুড়ে যায়। কানের ভিতর থেকে রক্তও বেরিয়ে এসেছিল। সেদিন খুব ভোরে কাজের তাগিদে বেরিয়ে গিয়েছিলেন জাহরিনের মা। সেখান থেকে ফিরে ছেলেকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে গিয়েই আবিষ্কার করেন, জাহরিন আর নেই…। জাহরিনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসাতেই ফের একবার নতুন করে এই বিষয়টি সামনে এল যে চার্জে বসানোর পরে ফোন করা বা মোবাইলে গান শোনা কতটা বিপজ্জনক হতে পারে।

Previous articleগরমের সর্দি-কাশি থেকে বাঁচবেন কীভাবে?
Next articleগরমে টক কেন খাবেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here