Home Literature ইন্দিরা স্মরণে

ইন্দিরা স্মরণে

208
0

ডাঃ সুবীর কুমার ঘোষ

সে অর্কিড ফুলের মালা হয়ে
চিরদিন আমাদের কাছে
থাকতে চেয়েছিল,
তার অম্লান ভালোবাসায়
দিগ দিগন্ত ভরেছিল,
পূর্ণ করেছিল জীবনের
মোহময় এক প্রাচুর্যের ছটা।
সারা বিশ্বে সে চির বন্দিতা,
পরিচিতা ,বিদুষী-ভারতরত্ন
ভারত কন্যা ইন্দিরা।
সে এসেছিল অজস্র
চন্দনের গন্ধ নিয়ে,
কৃষাণ কৃষানীর ক্লান্ত
ঠোঁটের হাসি হয়ে,
তার হৃদয়ের শ্বেত পদ্ম
ভালোবাসায় –
ভোরের শিশির গলে তৃষ্ণা মেটায়,
সে গড়েছিল ন্যায়ের রাজ্য,
এনেছিল -এক জাতীয় চেতনার…
মুক্তির চেতনার বৈষ্ণব পদাবলী,
সে ছিল বিজয়ী ভারতরত্ন… ইন্দিরা।
তাকে জানাই ফুলে ফুলে
অজস্র শ্রদ্ধা।

Previous articleলজ্জা হীনা মা
Next articleবিলীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here