রোম: গতকাল ইতালিতে ভয়াবহ নৌরাডুবির ঘটনা ঘটেছে দক্ষিণ উপকূলের ক্যালাব্রিয়া সৈকত সংলগ্ন সমুদ্রে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিয়ন্ত্রণ হারায় নৌকাটি। এরপর একটি পাথরে ধাক্কা মারে ও সমুদ্রে ডুবে যায়। সেটিতে সবাই শরণার্থী ছিল বলে জানা গিয়েছে। তাঁরা আফ্রিকা থেকে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৫৯ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ৮০ জন ব্যক্তি নিরাপদে উপকূলে আসতে সমর্থ হয়েছেন।