কলকাতা, ৭ নভেম্বর: প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেকর্ড করা হয় তাঁর বক্তব্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সোমবার তিনি সিজিও কমপ্লেক্সে আসেন সকাল দশটা নাগাদ। তাঁর মেয়েকে নিয়োগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় টাকা-পয়সার লেনদেন হয়েছিল কি না। তবে কোনও টাকাপয়সার লেনদেন হয়নি বলে জানিয়েছেন পরেশ অধিকারী। যদিও ইডির দাবি, টাকা লেনদেনের বিভিন্ন নথি তাঁদের হাতে এসেছে। ক্ষতিই দেখা হচ্ছে সেই নথি। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে নিয়োগ দুর্নীতিতে আর কারা জড়িত রয়েছেন।