Home State ইডির নজরে আরও কোন কোন বিধায়ক?

ইডির নজরে আরও কোন কোন বিধায়ক?

240
0

নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় গ্রেপ্তার পার্থ। এরপর ইডির নজরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। জানা গিয়েছে, কল্যাণী সলভেক্স নামে একটি সংস্থার চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। সূত্রের খবর, ২০১৮ সালের একটি মামলায় ওই সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছে, কী বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ও কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে? তাঁর পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে। পাশাপাশি, ইডির হাতে এসেছে ওই সংস্থার বিরুদ্ধে আরও অনেক তথ্য।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই ফের তৃণমূলে ফিরে আসেন। এদিকে মুকুল রায় পিএসি’র চেয়ারম্যানের পদ ছেড়ে দেন শারীরিক সমস্যার কারণে। এরপর কৃষ্ণা কল্যাণীকে সেই পদে বসানো হয়।

Previous articleদুবরাজপুরে দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মানুষের ভিড়
Next articleআইনজীবীর পচা গলা দেহ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here