Home Literature ইচ্ছা

ইচ্ছা

191
0

মৃন্ময় ভট্টাচার্য

ইচ্ছা করে এই দুর্গোৎসব
পুজো হয়ে উঠুক আবার,
হুল্লোড় নয় ভক্তি ফিরুক
পাপ মরুক মনে সবার।

যাঁর জন‍্য এই আয়োজন
তাঁর পুজোটা নমোঃ নমোঃ
পেট পুজোতে মদ মাংস
সাজ পোশাক চোখ ধাঁধানো।

বাজছে মাইক তারস্বরে
আলোর ঝলক্ চকমকিয়ে,
এক কোণেতে পূজ‍্য দেবী
একলা পরে মুখ লুকিয়ে।

তাঁর বদলে থিমের নামে
রাক্ষসী এক দুর্গা সেজে,
মনোরঞ্জন করছে সবার
লজ্জিত মা নয়ন বোজে।

ভন্ডামি সব থামবে কবে
কবে বাঙালি মানুষ হবে!
মা আসবেন হাস‍্য মুখে
আশীর্বাদই লক্ষ‍্য হবে।

Previous articleবাগেরহাটে সাংবাদিক লায়লা সুলতানা মিডিয়া ফেলোশিপ এ্যাওয়ার্ডে ভূষিত
Next articleরানীডাঙ্গা বাজার নিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here