নাজিরা, আসাম: আজ রবিবার আসামের নাজিরায় এক নির্বাচনী প্রচারে এসে রাজ্যকে সন্ত্রাসবাদী মুক্ত করার ডাক আহবান জানালেন। তিনি অতীতে এই রাজ্যে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের উল্লেখ করে বলেন, পাঁচ বছর আগে আমরা আসামকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। রাজ্যে বিজেপি সরকারের শাসনে সেটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমি নাজিরার লোকদের জিজ্ঞাসা করতে চাই, নাজিরার কোনও আন্দোলনের কারণে কি কোনও যুবক মারা গেছে? বদরুদ্দিনকে ভোট দিলে অনুপ্রবেশকারীরা পুনরায় আসামে আসবে। আপনারা আসামকে অনুপ্রবেশকারী মুক্ত করতে চান, নাকি চান না।