আসানসোল: আসানসোলের তপসী এলাকার এক পরিত্যক্ত পাথর খাদানের মধ্য থেকে ভেসে উঠল পরপর চারটি মৃতদেহ। তার মধ্যে দুজন শিশু, একজন পুরুষ ও একজন মহিলা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃতদেহগুলি কি একই পরিবারের? স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তানের? কিভাবেই বা তারা এই গভীর খাদানে এল? নিছক দুর্ঘটনা নাকি সপরিবারে আত্মহত্যা? নাকি কেউ আগে থেকে খুন করে এই খাদানে ফেলে রেখে গিয়েছে?
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি তাদের পরিচয় খোঁজার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করে দেখছে এই চারজনকে খুন করা হয়েছে, নাকি জলে ডুবে মৃত্যু হয়েছে?