নয়াদিল্লি: বর্তমানে আল-কায়েদার নেতৃত্ব রয়েছে সইফ আল-কাদেরের হাতেই। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের হাতে মৃত্যু হয় আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের। এরপর এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ভার পান আয়মান আল-জওয়াহিরি। গত বছর কাবুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হানায় তিনিও নিহত হন। এখন বকলমে সংগঠন পরিচালনার ভার রয়েছে মিশরের স্পেশাল ফোর্সের প্রাক্তন অফিসার সইফ আল-কাদেরের কাঁধেই। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে অন্তত এমনটাই বলা হয়েছে। মার্কিন গোয়েন্দারা যদিও এই বিষয়ে নিশ্চিত নন। কিন্তু, এই মুহূর্তে আল-কায়েদায় সইফ আল-কাদেরের সমকক্ষ কেউ নেই। মার্কিন গোয়েন্দারা ‘আল-কায়েদার লিডারশিপ কাউন্সিল’-এর এই অন্যতম সদস্যের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে। আমেরিকা আল-কাদেরের মাথার দর ধার্য করেছে এক কোটি ডলার।