আর কেন্দ্রের মুখাপেক্ষী নয়, ১০০ দিনের টাকা মেটাবেন মমতা

    42
    0

    কলকাতা: ‘মাস্টারস্ট্রোক মমতার’! হকের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যখন বাংলাকে ‘ভাতে মারার চেষ্টা’ করছে, তখন বিকল্প রাস্তায় হেঁটে পশ্চিমবঙ্গের খেটে-খাওয়া প্রান্তিক মানুষের জন্য ‘খুশির খবর’ বয়ে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে শনিবার রেড রোডের ধর্না মঞ্চে মমতার দৃপ্ত ঘোষণা—১০০ দিনের কাজ করা বাংলার ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা ২১ ফেব্রুয়ারি পৌঁছে দেবে তাঁর সরকার। 

    তবে এখানেই শেষ নয়। মমতার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ‘প্রথম পদক্ষেপ হিসেবে ১০০ দিনের শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলাম। এরপর আবাস যোজনার কথাও সঠিক সময় বলব। ৮ তারিখ রাজ্য বাজেট। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আস্তে আস্তে সব করে দেব। আমরা ভিক্ষা চাই না। জয় করতে চাই। কথা দিলে কথা রাখি। বিজেপি নেতারা অট্টালিকায় থাকবে আর গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নেবে, এটা হতে পারে না।’

    Previous articleরেলের পোস্টে ধাক্কা লেগে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু
    Next articleমিসাইল নিক্ষেপ অনুশীলনের শব্দে কেঁপে উঠেছিল দীঘা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here