Home National আর কত নিচে উর্ফি? নয়া লুকে বিরক্ত নেটিজেনরা

আর কত নিচে উর্ফি? নয়া লুকে বিরক্ত নেটিজেনরা

222
0

মুম্বই: বোল্ড ফটোশ্যুটের কারণে সবসময় সংবাদ শিরোনামে থাকেন উর্ফি জাভেদ। তবে এবার সব মাত্রা অতিক্রম করে ফেললেন অভিনেত্রী। উন্মুক্ত বক্ষযুগল। পোশাক বলতে শুধু অন্তর্বাস। তাও হাত আবৃত স্তনযুগল। গায়ে বেষ্ঠিত মোটা দড়ি। পরনে জাঙ্ক জুয়েলারি। গায়ে কোনও পোশাক নেই। চুলের খোঁপায় একগুচ্ছ গোলাপ। নাকে রয়েছে নথ। নিজের ইনস্টা হ্যান্ডেলে আপলোড করেছেন ফটোশ্যুটের সেই ভিডিও। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। কমেন্ট বক্স উপচে পড়েছে নানারকম মন্তব্যে। কেউ কেউ লিখেছেন, ‘আর কত নিচে নামবে?’ ‘তোমার কী জামাকাপড় নেই’। কেউ আবার বিরক্ত হয়ে লিখেছেন, ‘অবিলম্বে এই প্রোফাইল রিপোর্ট করে বন্ধ করানো উচিত’, ‘আমাদের দেশ বদলাচ্ছে’। বিরক্ত নেটিজেনরা।
প্রসঙ্গত, সম্প্রতি রণবীর সিং আসেন কফি উইথ করণে। তিনি বলেন, উর্ফি জাভেদের কাছে কোনও পোশাক রিপিট করা একেবারে দুঃস্বপ্ন। কারণ নয়া ফ্যাশন আইকন উর্ফিই।

Previous articleবক্রেশ্বরে তৃতীয় সোমবারেও রেকর্ড ভিড়
Next articleঅন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here