শ্যামপুর, হাওড়া: আন্তর্জাতিক শিশু কন্যা দিবসে নাবালিকা বিবাহ প্রতিরোধ ও মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন সিরাজাম মনিরা। তিনি এক দরিদ্র দিনমজুর পরিবারের প্রতিভাবান মেধাবী কলেজ শিক্ষার্থী। এদিন এই উপলক্ষে মানুষকে সচেতন করতে আয়োজন করেন একটি সচেতনতামূলক অনুষ্ঠান। তাঁর বাড়ি হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানা এলাকায়। তিনি এদিন আমাদের প্রতিবেদককে জানান এক কঠিন কঠোর করুন পরিস্থিতির কথা। মনিরা বলেন, গত মাধ্যমিক পরীক্ষার কয়েক দিন আগে যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় জানতে পারি, আমাদের হোস্টেলের এক নবম শ্রেণীর ও এক মাধ্যমিক পরীক্ষার্থী দুই নাবালিকার বাড়ির লোকজন ও আত্মীয় পরিজন তাদের কিছু না জানিয়ে বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করছে। সেজন্য ওই নাবালিকা ছাত্রীকে এক পাত্রের বাড়িতে রেখে আসা হয়েছে। আর একজনকে পরীক্ষা শেষ করে বাড়িতে গেলে তারও বিবাহ দিয়ে দেবে বলে জানা যায়। সেই পরীক্ষার্থীর কথা মতো মনিরা তাঁর বাবার সহায়তা নিয়ে ওই নাবালিকাকে সুরক্ষিত করে। যা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনওরকম ভয় ভীতিকে পরোয়া না করে, কোনও পুরষ্কারের আসা না করে, সে এরকম বেশ কিছু সামাজিক কাজ করে যাচ্ছে নিজের মতো করে, টিফিন খরচ বাঁচিয়ে।