Home National আর্থিক ভিত্তি ও সুনাম অক্ষত: অর্থমন্ত্রী

আর্থিক ভিত্তি ও সুনাম অক্ষত: অর্থমন্ত্রী

141
0

মুম্বই: অনিয়মের অভিযোগ তুলে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিতর্ক দানা বেঁধেছে। তোলপাড় গোটা দেশ। পৃথিবীর জোড়া এই বিতর্কের মধ্যেই ২০ হাজার কোটি টাকার এফপিও প্রক্রিয়া প্রত্যাহার করেছে তারা। শনিবার এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, আদানি কাণ্ডের কোনও প্রভাব পড়েনি আর্থিক ক্ষেত্রে ভারতের সুনামের উপর। বরং দেশের ভাণ্ডারে ৮০০ কোটি ডলার বিদেশি মুদ্রা সংযুক্ত হয়েছে শুধুমাত্র শেষ দুই দিনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন অর্থমন্ত্রীর মন্তব্য, এফপিও (ফলো-অন পাবলিক অফার) ও এফআইআই (ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর) আসবে যাবে। আমাদের অর্থনীতির সুবিশাল ভিত্তি বা ভাবমূর্তি, দুই-ই অক্ষুণ্ণ রয়েছে। পাশাপাশি, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এদিন সীতারামন বলেন, সব দেশের বাজারেই ওঠানামা চলে। দেশে স্বাধীন সংস্থা রয়েছে আর্থিক ক্ষেত্রের নিয়ন্ত্রণে। তারাই খতিয়ে দেখবে সব দিক। নিয়ন্ত্রক সংস্থা সেবির বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার দক্ষতা রয়েছে।

Previous articleসততা বজায় রাখাতে দায়বদ্ধ সেবি
Next articleবাল্যবিবাহ আইন ভঙ্গ, অসমে ধৃত ১৮০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here