নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: শহরে বার বার বিদ্যুত্স্পৃষ্টের ঘটনা ঘটে চলেছে। এই বিপদ থেকে শহরবাসীকে রুখতে পরীক্ষা করা হবে সমস্ত ল্যাম্প পোস্ট। প্রতিটা ল্যাম্প পোস্টার আর্থিং পরীক্ষা করা হবে। শনিবার একথা জানালেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই পরামর্শ দিয়েছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
ফিরহাদ জানান, মেগার যন্ত্র দিয়ে শহরের বিদ্যুতের খুঁটিগুলি পরীক্ষা করা হবে। ফলে কোনও খুঁটিতে আর্থিং না থাকলে তা ধরা পড়বে সহজেই। সঙ্গে তিনি আরও বলেন, কোথাও কোনও বিদ্যুতের খুঁটি বিপজ্জনক অবস্থায় থাকলে ছবি তুলে শো ইট টু মেয়র ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেব। সেই সঙ্গে মেয়র বলেন, ট্যাংরা ও রাজাবাজারের মৃত্যুতে পুরসভার কোনও দায় নেই। তিনি বলেন, আগেই আগুন লেগেছিল ট্যাংরায়। তারপর ওই ব্যক্তি তড়িদাহত হন। ওদিকে রাজাবাজারে স্কুল পড়ুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে হুকিংয়ের জেরে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় বিদ্যুতের খুঁটিতে তড়িদাহত হওয়ার অভিযোগ ওঠে। মৃত্যু হয় বেশ কয়েকজনের। বিতর্ক হয় রাজাবাজার ও ট্যাংরার ২ টি ঘটনায়।