দোহা: রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে চার বছর আগে দুই এলএমটেনের দ্বৈরথের সাক্ষী থেকে ছিল ফুটবল বিশ্ব। সেবার অবশ্য লুকা মডরিচ বাঁ পায়ের জাদুকর লায়োনেল মেসিকে মাত করেছিলেন। ব্যালন ডি’ওর জয়ী দুই তারকা চলতি বিশ্বকাপে সেমি-ফাইনালে ফের মুখোমুখি হচ্ছেন। শেষ হাসি কে হাসবেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
গত বিশ্বকাপের রানার্স লুকা মডরিচ ক্রোয়েশিয়াকে এবারও স্বপ্ন দেখাচ্ছেন। ক্রোটদের বহু যুদ্ধের সৈনিক ব্রাজিলের বিরুদ্ধে বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন। মাঝমাঠে তাঁর দৌলতেই খাপ খুলতে পারেনি তিতের দল। আর শেষে সেলেকাওদের হেক্সা জয়ের স্বপ্ন চুরমার হয়েছে টাই-ব্রেকারে লিভাকোভিচের দক্ষ হাতে । তবে লিও মেসির আর্জেন্তিনাকে খেতাব জয়ের পথে এগনোর জন্য তাদের টপকাতে হবে। শুক্রবার নেদারল্যান্ডসকে তারাও টাই-ব্রেকারে হারিয়েছে । আর্জেন্তিনাকে ক্রোয়েশিয়ার মতোই ভরসা জোগাচ্ছেন নেতা এলএমটেন— লায়োনেল মেসি। ডিয়েগো মারাদোনার এই উত্তরসূরি দেশকে বিশ্বকাপ এনে দিতে বদ্ধপরিকর।