আরামবাগ: পোস্ট অফিস স্থানান্তরের ভাবনা, বিপাকে গ্রাহকরা

    38
    0

    আরামবাগ: আরামবাগ শহরের কৃষ্ণপুর সাব পোস্ট অফিস ৪০ বছরের পুরনো। পোস্ট অফিসটিকেস্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্ট অফিসটির যাবতীয় পরিষেবা এবার শহরের মুখ্য পোস্ট অফিস থেকে দেওয়া হবে। ডাক বিভাগের এই সিদ্ধান্তে বিপাকে ২০ হাজার গ্ৰাহক।

    আরামবাগে কৃষ্ণপুর পোস্ট অফিসটি একসময় প্রধান পোস্ট অফিস ছিল। পরবর্তীতে এটি সাব পোস্ট অফিসে পরিণত হয়। বর্তমানে এই পোস্ট অফিসের গ্ৰাহক সংখ্যা ২০ হাজার। এই পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম, রেকারিং, কৃষাণ বিকাশ পত্র, টাইম ডিপোজিট ছাড়াও অনান্য পরিষেবা এখান থেকে গ্ৰাহকরা পান। পোস্ট অফিসটি সদর অফিসে স্থানান্তরিত হলে বহু গ্ৰাহক সমস্যায় পড়বেন। শহরের উত্তর প্রান্তের বাসিন্দারা এতদিন ধরে এই পোস্ট অফিসটির ওপর নির্ভরশীল ছিলেন। বেশি ভিড় না থাকায় পরিষেবা তাড়াতাড়ি পাওয়া যেত। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হতো না। শহরের সদর বাজার এলাকা মুখ্য পোস্ট অফিসটি রয়েছে। পোস্ট অফিসের পরিষেবা পেতে শহরের উত্তর প্রান্তের বাসিন্দাদের এবার দক্ষিণ প্রান্তে ছুটতে হবে। সবচেয়ে সমস্যায় পড়বেন বয়স্ক গ্ৰাহকরা।

    Previous articleপণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ড 
    Next articleমাধ্যমিক কন্ট্রোল রুমের ফোন নম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here