নয়াদিল্লি, ৫ জানুয়ারি: ভারতের সেনা বিভাগে যুক্ত হতে চলেছে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান। এব্যাপারে কেন্দ্র সরকার খুব শীঘ্রই পদক্ষেপ করতে চলেছে বলে সূত্রের খবর। এই ফাইটার জেটগুলি কিনতে খুব শীঘ্রই ফ্রান্সের সঙ্গে কয়েক হাজার কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে কেন্দ্র। মূলত দেশের নৌবাহিনীর যুদ্ধবিমান বহনকারী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য এই রাফাল এম যুদ্ধ বিমানগুলি কেনা হবে। বিমানগুলির নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো এভিয়েশন। আগামী মার্চেই এই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।