আরও বিপাকে সুকন্যা ও অনুব্রত

    195
    0

    নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আরও বিপাকে অনুব্রত। ইতিমধ্যে গরু পাচার কান্ডে গ্রেপ্তার হয়েছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। বাজেয়াপ্ত হয়েছে তাদের প্রায় ১৭ কোটি টাকার সঞ্চয়ী আমানত ও ১৬২টি সম্পত্তি। আর তার পর থেকেই সিবিআই এর নজর ছিল তাদের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক একাউন্টের উপর। সেই সমস্ত একাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। আর তারই নথি সিবিআই এর হাতে এসে পৌঁছায় সোমবার। সেখান থেকে মিলেছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রের খবর, বুধবার অনুব্রতর ১৪ দিনের জেল হেফাজত শেষ হচ্ছে। ওই দিনই এই সমস্ত তথ্য আদালতে জমা দিতে পারে সিবিআই। এছাড়াও গত সপ্তাহে মিলেছে আরও বেশ কিছু সম্পত্তির নথি ও ডিড। যেগুলো বুধবারেই জমা হতে পারে আদালতে।

    Previous articleস্টেট্ এডেড শিক্ষকদের বৈষম্যের প্রতিবাদ
    Next articleভালো লেগেছে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here