আমেরিকায় বরফের আস্তরণ ভেঙে ডুবে গেলেন তিন ভারতীয় বংশোদ্ভূত

    172
    0

    ওয়াশিংটন: মারাত্মক শীতে কাবু মার্কিন যুক্তরাষ্ট্র। এরিজোনার কোকোনিনো কাউন্টির শেরিফের অফিস থেকে গত মঙ্গলবার একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। এরিজোনার কোকোনিনো কাউন্টির উডস ক্যানিয়ন হ্রদের জল প্রচন্ড ঠান্ডার কারণে বরফে পরিনত হয়েছে। সেই কারণে তার উপর দিয়ে একজন মহিলা সহ তিনজন আমেরিকান ভারতীয় হাঁটছিলেন। কিন্তু হ্রদের মাঝামাঝি না পৌছাতেই বরফের আস্তরণ ভেঙে পড়ে। ফলে তাঁরা সকলেই কিছু বুঝতে পারার আগেই জলে ডুবে যান। এই দুর্ঘটনাটি ঘটে গত সোমবার। মৃত ব্যক্তিদের নাম হরিতা মুদ্দিনা, নারায়ণ মুদ্দিনা ও গোকুল মেডিসেটি। এরা তিনজনই এরিজোনার বাসিন্দা। প্রবল শৈত্য প্রবাহের কারণে ওই হ্রদের জল বরফে পরিণত হওয়ায় এর উপর দিয়ে হাঁটছিলেন এই তিন জন। এই ঘটনার খবর পাওয়ার পর সেইস্থানে পুলিশ গিয়ে পৌঁছয়। সেখানে গিয়ে হরিতাকে উদ্ধার করা গেলেও সেই স্থানেই মারা যান তিনি। বাকি দুজনের খোঁজ না পাওয়ায় মঙ্গলবার দুপুরে আবার খোঁজ করে তাঁদের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

    Previous articleলন্ডনের রাস্তায় ঘুরছে কোটিপতি ভিক্ষুক
    Next articleঘুমের দেশে ফুটবল সম্রাট পেলে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here