Home World আমেরিকার মুদ্রা নজরদারির তালিকা থেকে বাদ পড়ল ভারত

আমেরিকার মুদ্রা নজরদারির তালিকা থেকে বাদ পড়ল ভারত

196
0

ওয়শিংটন, ১২ নভেম্বর: মুদ্রা নজরদারি তালিকা। সেই তালিকা থেকে দু’বছর পর ভারতকে বাদ দিল আমেরিকা। অনেক দেশই রপ্তানিতে অন্যায্য সুবিধা পেতে তাদের মুদ্রার দাম কমিয়ে রাখে। এতে আর্থিক ক্ষতি হয় আমদানিকারক দেশের। এমন দেশগুলির মুদ্রার বিনিময় মূল্যের উপর নজর রাখে আমেরিকা। ভারতও দু’বছর আগে মার্কিন মুদ্রা নজরদারি তালিকায় ঠাঁই পেয়েছিল। শুক্রবার এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের পাশাপাশি ইতালি, মেক্সিকো, থাইল্যান্ড ও ভিয়েতনামকেও। চীন, জাপান, কোরিয়া, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান এখনও মুদ্রা নজরদারি তালিকায় রয়ে গিয়েছে। মার্কিন অর্থ দপ্তরের দ্বিবার্ষিক রিপোর্টে এমন কথায় বলা হয়েছে। এদিকে এর ফলে ভারতের আর্থিক নীতিতে বিশেষ সুবিধা হবে বলে বিশেষজ্ঞদের মত।

Previous articleকোভিড: প্রমোদতরী নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া
Next articleবীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে মূর্তি উন্মোচন মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here