নিজেস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ জুলাই: বুধবার বেলা ১২টার পর মিঠুন চক্রবর্তী হেস্টিংসে পৌঁছন। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক মিঠুন চক্রবর্তীর। বঙ্গে বিজেপিকে চাঙ্গা করতেই বৈঠক বলে জানা গিয়েছে। তিনি এদিন কথা বলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে। শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ সরব হন মিঠুন। বলেন, ‘এগুলো ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত পলিটিক্স করি না।’ এ ব্যাপারে বিতর্ক থেকে কার্যত দূরেই থাকতে চাইলেন মিঠুন। এদিকে রাজ্য সরকারকে তুলোধোনা করছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপরা। বঙ্গ বিজেপির অন্দরের কোন্দলে বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে আসেন মিঠুন। বৈঠক করেন সুকান্ত মজুমদারের সঙ্গে।