সংবাদদাতা, ২৭ অক্টোবর: ২০২৩ সালে ভারতে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে। বাড়বে কর্মসংস্থান। চাকুরীজিবীদের বেতনও বাড়বে ওঅস্বাভাবিক হরে। ECA-এর ‘স্যালারি ট্রেন্ডস সার্ভে’-র সমীক্ষায় এই দাবি করা হয়েছে। বিশ্বের ৬৮টি দেশের উপর সমীক্ষা করেছে এই সংস্থা। পাশাপাশি, এইসব দেশের ৩৬০টি শহরেও সমীক্ষা করা হয়েছে। তাতে এই রিপোর্ট উঠে এসেছে ভারত সম্পর্কে। এই সমীক্ষায় আরো জানা গিয়েছে , পৃথিবীর ১০টি দেশে প্রকৃত বেতনবৃদ্ধি পাবে। তার মধ্যে ৮টি দেশই রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে। যার মধ্যে ভারত সবার প্রথমে অবস্থান করছে।