Home State আবাস প্লাস যোজনায় অনিয়ম, প্রধানের জামার কলার ধরে শালিসি সভায় নিয়ে গেলেন...

আবাস প্লাস যোজনায় অনিয়ম, প্রধানের জামার কলার ধরে শালিসি সভায় নিয়ে গেলেন গ্রামবাসীরা

150
0

ফারাক্কা: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। কোথাও প্রধানকে আটকে রেখে বিক্ষোভ আবার কোথাও পঞ্চায়েতের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। এবার ফারাক্কার এক পঞ্চায়েত প্রধানকে রীতিমতো জামার কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এলো গ্রাম সভায়।

গ্রাম বাসীদের অভিযোগ আবাস যোজনার টাকা সঠিক ভাবে গরীব গ্রামবাসীদের মধ্যে বন্টিত হচ্ছে না। বঞ্চিত হচ্ছে দরিদ্র গ্রামবাসী। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসী গ্রামে শালিসি সভা ডেকে পঞ্চায়েত প্রধানের বিচার শুরু হয়। প্রধান প্রথমে সভায় হাজিরা দিতে না চাইলে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। উত্তেজিত গ্রামবাসী প্রধানকে পেলে তাকে জামার কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসে গ্রাম সভায়।

Previous articleআজ সোনা রুপার বাজার দর
Next articleউলুবেড়িয়ায় আগুনে ভস্মীভূত ৪০টি দোকান ও শতাব্দী প্রাচীন লাইব্রেরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here