আফতাব খুন করে দেহ টুকরো করার কথা আগেই ভেবেছিল, একথা জানত শ্রদ্ধা

    380
    0

    মুম্বই: শ্রদ্ধাকে খুন করে দেহ লোপাটের পরিকল্পনা অনেক আগেই করেছিল আফতাব। এই ঘটনার কথা জানতেন তার লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকার। শ্রদ্ধার এক সহকর্মীর হোয়াটসআপ চ্যাট থেকে সেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রে শ্রদ্ধা যে কল সেন্টারে কাজ করতেন, সেই কল সেন্টারের সহকর্মী করণকে হোয়াটসআপ মেসেজ করেছিলেন। দুই বছর আগে আফতাবের কাছে মার্ খায় শ্রদ্ধা। সেই সময় তার মুখে ক্ষতের সৃষ্টি হয়। সেই ক্ষতের ছবি হোয়াটস্যাপ করে সহকর্মী করণকে। সঙ্গে মেসেজে লেখেন, ‘গত ছ’মাস ধরে ও আমার গায়ে হাত তুলছে। আজ আমাকে শ্বাসরোধ করে মারতে গিয়েছিল। ও ব্ল্যাকমেল করে বলেছে, শ্বাসরোধ করে খুন করার পর আমার দেহ টুকরো টুকরো করে কেটে দূরে ফেলে দেবে। কিন্তু পুলিসকে জানানোর মতো সাহস আমার হচ্ছে না। তাহলে ও আমাকে মেরেই ফেলবে।’

    Previous articleডিএ-এর দাবি জানিয়ে পুলিশের ঘুষি খেলেন রাজ্য সরকারি কর্মীরা
    Next articleরাজস্থানে সহবাসে লিপ্ত অবস্থায় যুগলকে খুন করল তান্ত্রিক

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here