নিজস্ব সংবাদদাতা, মুম্বই: শনিবার অনন্যা পান্ডেকে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের হদিশ পেল এনসিবি। এদিন নির্ধারিত সময়ের তিন ঘন্টা পরে এনসিবি দপ্তরে পৌঁছান চাংকি পান্ডের কন্যা অনন্যা। আর তাতেই প্রবল ক্ষুব্ধ হন এনসিবির কর্তারা। তদন্তকারী অফিসাররা রীতিমতো তাঁকে ধমকি দিয়ে বুঝিয়ে দেন, এখানে তাকে অভিনেত্রী হিসেবে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে। বরং আরিয়ানের সঙ্গে সখ্যতার বিষয়টি খতিয়ে দেখা হবে। আর চাপের মুখে অবশেষে দমে যান অনন্যা। তিনি প্রথমে গাঁজা কি জিনিস সেটাই জানতেন না। কিন্তু শনিবার এনসিবি কর্তাদের জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করে নেন আরিয়ানের মাদক পাচারকারী কারা তা তিনি জানেন। এটাও স্বীকার করেন আন্তর্জাতিক মাদক পাচারকারীদের তিনি চেনেন। আর এই স্বীকারোক্তি থেকে স্পষ্ট হয়ে যায়, আরিয়ানের মাদক তদন্ত আরও কিছুটা এগোলেই হদিশ মিলবে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের।