Home International আজ ভারত সফরে হাসিনা, আলোচনা হতে পারে গরুপাচার প্রসঙ্গে

আজ ভারত সফরে হাসিনা, আলোচনা হতে পারে গরুপাচার প্রসঙ্গে

212
0

দিল্লি, ৫ সেপ্টেম্বর: আজ চার দিনের ভারত সফরে আসছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর গন্তব্যস্থল রাজধানী দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুজিব কন্যা। দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ও বিদেশমন্ত্রী এস জয় শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এরপর সফরের শেষ দিন হাসিনা রাজস্থানের আজমীঢ় শরীফ যাবেন বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে হাসিনার। সূত্রের খবর, দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়াও আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে তিস্তা জলবন্টন। এছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গের বহুচর্চিত বিষয় গরু পাচার নিয়েও আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে। জলবণ্টন প্রসঙ্গে হাসিনা সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, জলবণ্টন নিয়ে ভারতের আরও একটু উদারতা দেখানো উচিত। তাতে দুই দেশই উপকৃত হবে। পাশাপাশি তিনি গরু পাচার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন গরু পাচার অবিলম্বে বন্ধ হবে। এনিয়ে আলোচনা চলছে। ভারতকে একটু ধৈর্য্য ধরতে হতে। তবে ভারতের গরুর উপর এখন আর তেমন নির্ভর করে না বাংলাদেশ। কারণ বাংলাদেশের নিজস্ব গরু আছে। গরুর জোগান বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের নিবিড় সম্পর্ককে আরও মজবুত করতে চাইছে বাংলাদেশ। তিনি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে ভারতের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া করোনা মহামারির সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে থেকেছে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুজিব কন্যা।

Previous articleস্বাধীনতার প্রথম দিনের ছবি
Next articleতৃণমূল ছাড়ছেন তাপস রায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here