২৮ মে, নতুন দিল্লি: আজ, শুক্রবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা । তার উপর ভরা কোটালের প্রভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। নদী বাঁধ ভেঙেছে রাজ্যের একাধিক জায়গায়। জলমগ্ন হয়েছে বহুগ্রাম। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলার ঘরবাড়ি, নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জলমগ্ন হয়েছে গ্রামের পর গ্রাম। বহু মানুষ বাড়িছাড়া হয়েছেন। ঝড়ের পূর্বাভাস পেয়ে রাজ্য সরকার কয়েক লক্ষ পরিবারকে রেসকিউ সেন্টার ও ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঝড়ের মূল পতনস্থল ওড়িশা। আজ শুক্রবার এই দুই রাজ্যের সেইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Very good news
Thank you very much