আগরতলা: ত্রিপুরায় বিধানসভা ভোটে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আজ অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন। এই দুই হেভিওয়েট নির্বাচনী প্রচার ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। সোমবার শাহ-মমতা দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে উত্তর-পূর্বের এই রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন খোয়াই ও শান্তিনগরে দু’টি জনসভায় যোগ দেবেন । শাহের জনসভার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার দু’টি জায়গায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন । দ্বিতীয় দফায় ত্রিপুরার মসনদে বিজেপিকে বসাতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে কসুর করছে না, তা বোঝাই যাচ্ছে। এদিকে দু’দিনের ত্রিপুরা সফরে সোমবার বিকেল পাঁচটা নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন মমতা। তারপর সোজা উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দিরে চলে যাবেন। পুজো দিয়ে আগরতলায় ফিরে আসবেন। দলীয় কর্মীদের সঙ্গে তিনি রাতে বৈঠক করবেন। মঙ্গলবার আগরতলায় এক পদযাত্রায় অংশ নেবেন তৃণমূল নেত্রী। রবীন্দ্রভবন থেকে শুরু হবে পদযাত্রা। সেখান থেকে রাজবাড়ি, অ্যাকশন গেট, কামান চৌমুহনী, সূর্য চৌমুহনী, বটতলা, শঙ্কর চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী ঘুরে রবীন্দ্রভবনে এসেই শেষ হবে মিছিল। সেখানেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।