ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর: আজ ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী। আজ ঝাড়গ্রাম জেলায় ৬৬ কোটি টাকা ১৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, জেলায় ৩২ কোটি ৫৩ লক্ষ টাকা মূল্যের ২৩টি প্রকল্পের উদ্বোধনও একইসঙ্গে করবেন তিনি। তৃণমূলের জেলার শীর্ষ নেতৃত্বরা জানিয়েছেন, সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। শাসকদল ভোটের লড়াইয়ে নামবে জেলা উন্নয়নের রিপোর্ট কার্ড দেখিয়ে। মুখ্যমন্ত্রীর সভায় ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে দাবি করেন জেলা নেতারা। মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে প্রতিটি ব্লক থেকে গড়ে সাত হাজার মানুষ আসবেন। উল্লেখ্য, এবার মুখ্যমন্ত্রীর জেলা সফরে নিরাপত্তার জন্য নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে। বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে বেলপাহাড়ী ও ঝাড়গ্রাম শহরে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ঝাড়গ্রাম জেলা প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও আমূল বদল করা হয়েছে। সোমবার একথা বলেন, জেলাশাসক সুনীল আগরওয়াল। মুখ্যমন্ত্রী বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া শিলান্যাস করবেন আরও বেশ কিছু প্রকল্পের। লক্ষাধিক মানুষ এই প্রকল্পগুলি থেকে বিশেষ সুবিধা পাবেন।