Home State আজ উত্তর দিনাজপুরে আট ঘন্টার বনধ ডাকল বিজেপি

আজ উত্তর দিনাজপুরে আট ঘন্টার বনধ ডাকল বিজেপি

218
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ, মঙ্গলবার উত্তরদিনাজপুর বন্ধের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলেই যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি মিঠুন ঘোষ এর হত্যার প্রতিবাদে এই প্রতিবাদী বনধ। মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত পালন করা হবে এই প্রতিবাদ কর্মসূচি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ইটাহারে বিজেপি যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি খুনের পেছনে তৃণমূলের হাত রয়েছে। তাকে তারা গুলি করে হত্যা করেছে। তিনি বলেন রক্তপিপাসু শিকারি কুকুরেরা এই হত্যালীলা চালিয়েছে। যাদের নির্দেশে তাঁরা এই কাজ করেছে তাদেরও একদিন দিন ঘনিয়ে আসবে। কিন্তু আমরা মিঠুন ঘোষকে ভুলব না।
যদিও তৃণমূল নেতৃত্ব মিঠুন ঘোষ হত্যার অভিযোগ অস্বীকার করেছে। এ ব্যাপারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, কেন তৃণমূল মিঠুন ঘোষকে হত্যা করতে যাবে। বাস্তবে কি ঘটেছে আমরা ঠিক জানি না তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ ভিত্তিহীন। বিজেপির এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। আসলে তৃণমূলকে দোষারোপ করে বিজেপি তাদের দলের অন্তর্দ্বন্দ্ব ঢাকতে চাইছে।

Previous articleলক্ষণকে জাতীয় একাডেমির কোচ করতে চেয়েছিল বোর্ড
Next articleসাড়ে ৫ হাজার গণতন্ত্রকামীকে মুক্তি দিচ্ছে মায়ানমার সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here