নতুন দিল্লি, ২ আগস্ট: আজ অমিত শাহের সঙ্গে দেখা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব দপ্তরে গিয়ে দেখা করবেন বলে জানা গিয়েছে। আলোচনা হবে বেশ কিছু গুরূত্বপূর্ণ বিষয় নিয়ে। তবে রাজনৈতিক মহলে জল্পনা, রাজ্যের বর্তমান পরিস্থিতি, রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতি নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। এই আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেতে পারে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে। এছাড়া আলোচনায় বিশেষভাবে উঠে আসতে পারে পার্থ ও অর্পিতার গ্রেপ্তারি প্রসঙ্গ। পাশাপাশি, রাজ্য সরকারের বর্তমান মন্ত্রিসভার রদবদল ও মমতার পরবর্তী সম্ভাব্য রণকৌশল নিয়েও আলোচনা হতে পারে। তবে এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মুজমদার। তিনি বলেন, এটা সম্পূর্ণ দলের আভ্যন্তরীন বিষয়। তাই এটা নিয়ে আমি এখন কোনও মন্তব্য করতে রাজি নই।