Home Literature আছি আমি

আছি আমি

622
4

মৃন্ময় ভট্টাচার্য

ডাকে সারা দিতে গিয়ে
যদি ভুল করি
“আমি আছি” মুখে যদি
আর নাই বলি,
যদি মন ভেসে যায়
ভাটার টানেতে,
ভেবোনা গো আমি নেই
এই ধরণীতে।

রোজ ঘটে কতকিছু
ভাবে মনোভাবে,
কেউ ভাসে প্রাচুর্যে
কেউ অভাবে,
সবকিছু বলা কি
সহজেই যায়!
সব জীবনের নয়
একই অধ‍্যায়।

আছি আমি প্রতিদিন
প্রাতে ও রাতে,
দূরত্ব কমেও বাড়ে
ছাড়ে হাত হাতে,
কাছে আসা ভালোবাসা
আশাহত আশা
চিতাতেই জ্বলে হয়
নির্বাক ভাষা।

Previous articleওপরে যাচ্ছি
Next articleরবীন্দ্রনাথ

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here