নিজস্ব সংবাদদাতা, কলকাতা : অবশেষে বুধবার সকাল ন’টার পর উড়িষ্যা উপকূলে আছড়ে পড়লো ‘ইয়াস’। উড়িষ্যার বালাসোর ও ধামড়ার মধ্যবর্তী অংশে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। দুপুর ১ টা পর্যন্ত এই ঝড় বলবৎ থাকবে উড়িষ্যাতে। তবে পশ্চিমবঙ্গে এই ঝড়ের প্রভাব বিকেল চারটে পর্যন্ত বলবৎ থাকবে বলে খবর আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যে এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জেলা। মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমনি, শংকরপুর সহ একাধিক উপকূল এলাকা প্লাবিত হয়েছে। জলে ডুবে গিয়েছে বহু বাড়িঘর। দীঘার রাস্তায় ভেসে বেড়াচ্ছে চার চাকার গাড়ি। জলমগ্ন হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বহু গ্রাম। পূর্ব মেদিনীপুরের কয়েক হাজার বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে পূর্ব মেদিনীপুরের প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। বিপর্যয় মোকাবিলায় নামানো হয়েছে সেনাবাহিনী। এদিকে ইতিমধ্যেই ইয়াসের দাপটে সল্টলেকে ভেঙে পড়েছে বহু গাছ। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে উড়ালপুলগুলি।