নয়াদিল্লি: শনিবার সন্ধ্যায় আচমকাই থমকে গেল গুগলের ই-মেইল পরিষেবা জিমেইল। সাড়ে ৮টার পর থেকে ভারতের বহু গ্রাহক জিমেইল পরিষেবা নিয়ে অভিযোগ করতে থাকেন। তারপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একই অভিযোগ আসতে শুরু করে। সকলেরই দাবি, খুলছে না জিমেইল। প্রাথমিকভাবে ‘ডাউনডিটেক্টর ডট কম’ এই বিভ্রাটের কথা জানায়। ফলে সমস্যার মুখে পড়ে গ্রাহকদের একটা বড় অংশ। তারা জানায়, ডেস্কটপ ও মোবাইল দুই ক্ষেত্রেই জিমেইল পরিষেবা ব্যাহত হয়েছে।