সিউড়ি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করে পালানোর সময় মহম্মদবাজারে ধাওয়া করে দুই দুষ্কৃতীকে ধরল পুলিস। সোমবার আঙারগড়িয়া বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুই যুবক বাইকে চেপে আসে। দোকানদারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ এক লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। টাকা ছাড়াও দোকানদারের আঙুল থেকে একটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে তারা পালাচ্ছিল। সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে থানায় ছিনতাইয়ের খবর যায়। পুলিস খবর পেয়ে ওই দুই দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে। দু’জনকেই ধরে ফেলে পুলিস।