কলকাতা, ১ নভেম্বর: মঙ্গলবার আমিরের জামিনের আবেদন নাকচ করে দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমির খানের অফিসে হানা দিয়ে ১৬০০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উদ্ধার করেছে পুলিশ। প্রচুর এটিএম কার্ড উদ্ধার হয়েছে আমিরের সেক্টর ফাইভের অফিস থেকে। আদালতে অভিযোগ সরকারি আইনজীবীর। হদিশ মিলেছে কোটি কোটি টাকার। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ওঠে এই মামলা। সরকারি আইনজীবী সেখানে সওয়াল জবাবে এই তথ্য দিয়েছেন । তিনি বলেন, এই চক্রটি বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে। অনলাইনের মাধ্যমে ওই টাকা পাচার করা হয়েছে।