দাভোস: দেশের আর্থিক অগ্রগতি নিয়ে আশার কথা শোনালেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। আগামী অর্থবর্ষে (২০২৪-২৫) ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বিশ্বের অনেক দেশেই যেখানে আর্থিক অগ্রগতি থমকে গিয়েছে, ভারত কীভাবে এই হার বজায় রাখবে? সুইজারল্যান্ডের দাভোসে এব্যাপারে শক্তিকান্ত জানিয়েছেন, সরকার কাঠামোগত সংস্কার করেছে।