নতুন দিল্লি, ৩ নভেম্বর: আগামী ডিসেম্বরেই গুজরাটের বিধানসভা নির্বাচন। সেজন্য আজ, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করল। ১৮২ আসনের গুজরাট বিধানসভার নির্বাচন হবে দুই দফায়। আগামী ১ ডিসেম্বর ৮৯টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে। দ্বিতীয় দফায় বাকি ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফার জন্য প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করা হবে ৯ থেকে ১৪ নভেম্বর। আর ১০ থেকে ১৭ নভেম্বর দ্বিতীয় দফার মনোনয়ন পেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফল ঘোষণা ৮ ডিসেম্বর।