নিজেস্ব সংবাদদাতা: বন্ধ ঘর থেকে আইনজীবীর পচা গলা দেহ উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে কৌশিক দে নামে ওই আইনজীবীর মৃত দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। এদিন সহকর্মী আইনজীবীরা তার মৃত্যুর খবরে মর্মাহত হয়ে পড়েন। পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। পুলিশ মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দিন পাঁচেক আগে তাঁকে পাড়ার খেলার মাঠে শেষ বার দেখা গিয়েছিল। তারপর তাঁকে আর দেখা যায়নি। পুলিশের অনুমান, তিন চার দিন আগে মৃত্যু হয়েছে তাঁর। সহকর্মীরা জানিয়েছেন, খেলাধুলা ভালোবাসতেন কৌশিক। তবে শেষ দিকে একটু আর্থিক সমস্যা দেখা দিয়েছিল।
জানা গিয়েছে, শারীরিক কিছু প্রতিবন্ধকতা ছিল তার। তা সত্বেও তিনি নিয়মিত হাইকোর্টে যেতেন। কিন্তু গত দশ দিন হাইকোর্টে আসেননি তিনি। তাঁকে ফোনেও পাননি সহকর্মীরা। এরপরই তার খোঁজ নিতে আবাসনে যান কয়েক জন আইনজীবী। সেখানে দেখা যায়, ঘরের ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে। পচা দুর্গন্ধ বের হচ্ছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি হরিদেবপুর থানার কালিতলা এলাকায়। সেখানকার একটি আবাসনে একাই থাকতেন তিনি। পরিবারে তার কেউ ছিল না। বছর আগে তাঁর বাবা মারা যান। তারপর থেকে ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।