কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে বৃহস্পতিবার তলব করেছিল ইডি। এই খবর জানাজানি হতেই কামারহাটি পুরসভার কর্মীমহলে নতুন করে শোরগোল পড়েছে। অয়নের সংস্থার হাত ধরে কামারহাটি পুরসভায় দু’দফায় কর্মী নিয়োগ হয়েছিল। বিতর্কিত একটি প্যানেলে চাকরি হয়েছিল শ্বেতাদেবীরও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলব করায় ওই প্যানেলে চাকরি পাওয়া অন্য কর্মীরা রীতিমতো শঙ্কিত।
এদিন পুরসভায় গিয়ে দেখা গেল, কাজকর্ম শিকেয় তুলে বহু কর্মী চোখ রেখেছেন খবরের চ্যানেলে। একটাই জল্পনা, তাহলে কি ২০১৭ ও ২০১৯ সালের দু’টি প্যানেল বাতিল হয়ে যেতে পারে?
এই পরিস্থিতিতে তদন্তকারী সংস্থা যদি কামারহাটি পুরসভা কর্তৃপক্ষকে তলব করে, তার জন্য বিস্তারিত তথ্য সহ রিপোর্ট তৈরি রাখা হয়েছে বলে দাবি কর্তাদের। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে এবং ২০১৯ সালে অয়ন শীলের সংস্থার মাধ্যমে চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছিল। দুই ধাপে প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী ছিলেন।