অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বুকে বসল পেসমেকার

    43
    0

    কলকাতা, ২০ মার্চ: মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ফলে বাংলা সিরিয়ালের ‘গোরা’কে নিয়ে চিন্তিত তাঁর অগুনতি ভক্তরা। পাশাপাশি, চিন্তিত টলিপাড়াও। পরিবারের তরফে বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য নিয়ে কিছু প্রকাশ্যে আনা হয়নি। বেশি কিছু বলতে নারাজ স্ত্রী মিঠু চক্রবর্তী। তবে হাসপাতালে ভর্তির খবর স্বীকার করে নিয়েছেন।

    তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছিল অভিনেতার। চিকিৎসকরা দ্রুত তাঁকে পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেই নির্দেশ মতো বুধবার সন্ধ্যায় বাইবাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমনটাই সূত্রের খবর।

    জানা যায়, মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সব্যসাচী। হঠাৎ হলটা কি ফেলুদার? চিন্তায় ঘুম উড়েছে তাঁর ভক্তদের। অবশেষে তাঁর স্বাস্থ্য নিয়ে খবর সামনে এল।

    সম্প্রতি ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমার ছেলে ধীরের অন্নপ্রাশন অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেতাকে। নাতির অন্নপ্রাশনে তাঁর চিরপরিচিত মেজাজেই দেখা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে। তারপরই হঠাৎ এই অসুস্থতা।

    গত বছর বাংলাদেশে উপস্থিত হয়ে সব্যসাচী বলেছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে সেদেশের সংবাদমাধ্যমের কাছে অভিনেতা বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকী জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’ পরে অভিনেতা জানান, তাঁর মন্তব্যের ভুল বাখ্যা হয়েছে।

    Previous articleপ্রথম দফার প্রার্থী তালিকায় বাংলার ২০
    Next articleবদায়ুঁতে নাপিতের হাতে দুই নাবালক ভাইয়ের নৃশংস হত্যা, রণক্ষেত্র

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here