Home District অসমে দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের জওয়ান, জখম ৪

অসমে দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের জওয়ান, জখম ৪

183
0

শিলিগুড়ি, ৮ নভেম্বর: গাড়ি দুর্ঘটনায় দার্জিলিংয়ের এক সেনা জওয়ানের মৃত্যু হল অসমে। গতকাল ঘটনায় ঘটে অসমের গেড়ুয়ার কাছে তামুলপুরে। এদিন সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনায় আরও চার জন জওয়ান জখম হয়েছেন। প্রবীণ তামাং নামে ওই মৃত জওয়ানের বাড়ি দার্জিলিংয়ে। জানা গিয়েছে, এদিন সেনা বাহিনীর এই গাড়িটি দারাঙ্গা ফিল্ড ফায়ারিং রেঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। সেখানে প্রশিক্ষণ কর্মসূচি ছিল। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে জখম চার জওয়ানকে হেলিকপ্টারে করে স্থানীয় আর্মি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে হাসপাতাল সূত্রের জানা গিয়েছে।

Previous articleউপচে পড়ল ভিড়, কোচবিহারে শুরু রাস
Next articleপরেশকে জিজ্ঞাসাবাদ ইডি-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here